1. admin@dakbela.com : admin :
রংপুরের ৬টি আসনের ৩ টি নৌকা ১ টি জাতীয় পার্টি ২টি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রংপুরের ৬টি আসনের ৩ টি নৌকা ১ টি জাতীয় পার্টি ২টি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১২৪ বার পঠিত

মেহেদী মুন, ক্রাইম ক্রসপন্ডেন্ট, রংপুরঃ
রংপুরের ৬টি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

৭ই জানুয়ারি ২০২৪ ইং রোজ রোববার রাতে রংপুরের জেলা প্রশাসকের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।নির্বাচিতরা হলেন, রংপুর-১ আসনের নির্বাচনে গণনা শেষে বেসরকারিভাবে ভোটে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান বাবলু। তিনি কেটলি প্রতীকে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তিনি ট্রাক প্রতীকে ২৪ হাজার ৩৩২ ভোট পান। এছাড়াও লাঙল প্রতীকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট। রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৫৮৩ ভোট।
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান জিএম কাদের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছে। তিনি লাঙল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।
রংপুর-৪ আসনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাণিজমন্ত্রী টিপু মুনশি। তিনি ১ লাখ ২১ হাজার ৬৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজর ১২৫ ভোট।
রংপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। তিনি ট্রাক প্রতীকে ১ লক্ষ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রাশেক রহমান নৌকা প্রতীকে ৭৪ হাজার ৫৯০ ভোট পান।
রংপুর-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী নৌকা প্রতীকে ১ লক্ষ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ ট্রাক প্রতীকে ৩৬ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর