ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের পৌরসভার অধীনস্থ কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে বকশীগঞ্জ পৌরসভার অধীনস্থ এলাকায় কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্র কমিটির লক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন বাবুল তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মিষ্টার রানা, উপ- দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ সহ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ।