মোশারফ শিকদার স্টাফ রিপোর্ট ঃ
সারা মুসলিমজা হানের জন্য মসজিদে একটা প্রার্থনা বা উপাসনার জায়গা । পৃথিবীতে যে সমস্ত লোক ইসলাম ধর্ম বিশ্বাসী ইসলাম ধর্মের অনুগত তারই মসজিদে পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে । গ্রাম ও মহল্লা সেই ধর্মীয় জায়গা মসজিদকে উন্নয়ন করার জন্য এলাকাভিত্তিক একটা কমিটি গঠন করা হয় । তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা ২ নং চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে দরগাচালা জামে মসজিদে নবনির্বাচিত কমিটি গঠন করা হয় । নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় আব্দুস সামাদ শিকদারকে আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ মিয়াজ উদ্দিন সিকদার । সহ-সভাপতি আব্দুর রহমান ,কোষাধাক্ষ মোঃ ফজলুর শিকদার ও আব্দুর রহমান সরকার সহ নয় সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয় । কমিটি গঠন করার সময় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য লোক ও মসজিদ আওতায় ভুক্ত সকল মুসল্লিগণ । তাদের মধ্যে হলেন , আব্দুর রাজ্জাক সিকদার ,মোয়াজ্জেম সিকদার, মোঃ খালেক সরকার, লতিফ সিকদার ,রশিদপুর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক সিকদার, রশিদ শিকদার, ১ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার শিকদার ,মাসুদ রানা আওয়াল, হাফেজ আব্দুল হাই, হেলাল উদ্দিন সিকদার,মালেক শিকদার, সহ এলাকার বিভিন্ন মুসল্লিগণ ।