মো: জনি হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি
বিএনপি’র জামায়াতের টানা কয়েকদিন অবরোধ কর্মসূচির ষষ্ঠ দিনে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ নভেম্বর রোববার বেলা বারোটার দিকে গাজীপুর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডে নয়নপুর বাজার ও জৈনাবাজারে অবস্থান কর্মসূচি প্রতিবাদ পথসভা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গাজীপুর-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অ্যাডঃ মোঃ জামিল হাসান দূর্জয় সাহেবের নির্দেশে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে পথসভা ও প্রতিবাদ করেছে আওয়ামী লীগ।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গাজীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীক নেতা শেখ মাসুদ পারভেজ জুয়েল, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও
২ নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো আমিনুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো শাহিন আলম ডাক্তার। সভাপতি গাজীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবীলীক মো সাদেক সরকার। গাজীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবীলীক শহিদুল ইসলাম শহিদ। সাবেক সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীক মো রেজাউল করিম রাজু। সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাত্রলীক মো জামান সরকার। সহ গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।