রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদর বাজার হতে হায়দার (৪০) নামে এক মাদককারবারিকে গাঁজা, পিকআপসহ গ্রেফতার করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল হতে, ১৬ কেজি গাঁজা, একটি পিকআপ, একটি মোবাইল ফোন, দুইটি সীম কার্ড, একটি মেমোরি কার্ড, গাড়ীর কাগজ, উদ্ধারসহ মাদককারবারি হায়দারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হায়দার রাজশাহীর মহানগরীর কাটাখালী থানার মাসকাটাদিঘী গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
র্যাব-৫, সদর কোম্পানি আজ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, একজন মাদককারবারি মাদকদ্রব্য গাঁজাসহ ১টি পিকআপ যোগে নাটোর হতে রাজশাহী জেলার এলাকার দিকে আসছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদর বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাজশাহী টু নাটোরগামী হাইওয়ে রাস্তার উপর শুক্রবার দিবাগত রাত্রী সাড়ে পৌছে র্যাবের টিম চেকপোষ্ট তল্লাশি আরম্ভ করে।
এ সময় নাটোর টু রাজশাহী অভিমুখে হলুদ রংয়ের ১টি খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করে পাঁকা রাস্তার পার্শ্বে দাঁড় করানো হয়।
পিকআবটি দাঁড় করানোর মাত্রই পিকআপের দরজা খুলে একজন ব্যক্তি (ড্রাইভারের আসনে থাকা) পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই পিকআপের ভিতরেই আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদকদ্রব্য গাঁজা পিকআপের ইঞ্জিনের নীচে বডিতে বিশেষ কায়দায় লোহার তৈরী বক্সে ভরিয়ে অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করে। আটককৃত গাঁজা গুলো রাজশাহী এলাকার দিকে নিয়ে আসছিল এবং ইতিপূর্বে অনেকবার বিভিন্ন অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য পরিবহণ করে ছিল। তার মামলার পিসিপিআর সার্চ করে জানা যায় পূর্বে আরো ৪ টি মাদকের মামলা ছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
রহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার
রাজশাহী
মোবাইল-০১৭১৮৪২১৩১৭