রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীতে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবসে জেলা, উপজেলা, রাসিক ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হচ্ছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় রাজশাহী নগরীর আলোকার মোড় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা, সাংগঠনিক সম্পাদক এ্যাড আব্দুস সামাদ, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী এ্যাড. মর্জিনা পারভীনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে, শেখ রাসেল দিবসে রাজশাহী মহানগর আওয়ামীলীগ এর উদ্যোগে সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এছাড়াও মহানগর আওয়ামীলীগ এর অন্যান্য নেতাকর্মীরা।
রাসিকঃ শেখ রাসেল দিবসে আজ সকালে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এরপরে নগর ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। দুপুরে কেক কাটা হয় হয়েছে।
এছাড়াও জেলার বাগমারা, দুর্গাপুর, বাঘা, চারঘাট, পুঠিয়া, পবা, মোহনপুর,তানোর, গোদাগাড়ী ও তাহেরপুর পৌরসভা শেখ রাসেল দিবস পালিত হওয়ার খবর পাওয়া গেছে।