1. admin@dakbela.com : admin :
আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

রহিদুল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর চন্ডিপুর কদমতলা মোড়ে থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। ফলক উন্মোচন শেষে পুলিশ কমিশনার থানা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এসময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, এর আগে একটি ভাড়া বাড়িতে থানার কার্যক্রম চালানো হতো। নতুন এ ভবন হওয়ায় থানার নিজস্ব জায়গায় অফিস করবেন রাজপাড়া থানা পুলিশ। পুলিশের পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি থাকবে না। তাদের কাজের গতিও বেড়ে যাবে কয়েকগুণ।

জানা গেছে, নতুন ভবনে রয়েছে- পুলিশ অফিস, ওসি, অন্যান্য কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক (এসআই) ও বেতার কক্ষ ও অস্ত্রগার। নারী-পুরুষ সদস্যদের জন্য থাকছে আলাদা ব্যারাক। থাকছে একটি হাজতখানা। এখানে নারী-পুরুষ, কিশোর-কিশোরী হাজতিরা থাকবেন। নামাজ ঘর, ফার্স্ট এইড কক্ষের সুবিধা থাকবে। সব মিলিয়ে নবনির্মিত এ ভবনে নানাবিধ সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে।

উদ্বোধনী ফলক উন্মোচনকালে উপস্থিত ছিলেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) কে. এম. আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (পিওএম) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মো. নাছির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো. মমিনুল করিম, আরএমপির রাজপাড়া থানার নতুন থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর