1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়ার মতবিনিময় সভায় সকলকে ঐক্য হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আমান। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মতবিনিময় সভায় সকলকে ঐক্য হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আমান।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপি এবং এর সকল ইউনিট সমূহের কাউন্সিল নির্ধারিত সময়ে করার লক্ষ্যে মতবিনিময় সভা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) কুষ্টিয়া দিশা টাওয়ার চত্বরে সকাল ১১ টার সময় কুষ্টিয়া জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি জনাব কুতুব উদ্দিন আহমেদ ।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ- অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ – বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন,
জনাব কাজল মাজমাদার,
জনাব কামাল উদ্দিন, জনাব আব্দুল মাজেদ, শামিম উল হাসান অপু, মহিউদ্দিন চৌধুরী মিলন, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, কাজিম, মিলন, মেজবাউর রহমান পিন্টু, জালাল উদ্দিন মোল্লা, ইমরান হাসান সঞ্জু, শহিদুজ্জামান শিপন, গোলাম কবির, খান একরিম অকুল, মুক্তার হোসেন, মখলেসুর রহমানসহ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রতিটি থানা, পৌরসভা, জেলা ও মহানগরে দ্রুত বিএনপির কমিটি করতে হবে। এর বাইরে এক চুল যাওয়ার ক্ষমতা আমাদের নেই, আপনাদেরও থাকবে না।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত স্বৈরাচারের দোসররা, এজন্য ফ্যাসিস্ট স্বৈরাচারের মূলোৎপটন করতে হবে।
যেন তারা নতুন করে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, প্রতিবেশী দেশ অন্যায়ভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যা তারা পারে না,যার মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, ছাত্র জনতা খুন হয়েছে, অনেককে গুম করেছে আর তাকেই আশ্রয় দিয়েছে ভারত।
দলীয় সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, অতীত ভুলে সবকিছু নতুন করে শুরু করতে হবে, প্রয়োজন বোধে প্রতিটি পর্যায়ের কমিটি গঠনের সময় আমাদের নেতৃবৃন্দ যাবেন।
অথ্যাৎ কোথাও গোজামিল দেওয়ার সুযোগ থাকবে না বিএনপি নেতা আমান উল্লাহ আমান আরো বলেন, আমাদের ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থাকতে ও কাজ করতে হবে। সকলকে এক থাকতে হবে। প্রতিটি থানা, পৌরসভা, জেলা ও মহানগরে কমিটি করার ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সঙ্গে নিয়েই কমিটি করতে হবে।
একাংশ বাদ দিলাম আর একাংশ দিয়ে কমিটি করে ফেললাম সেটা হবে না। ঐক্য, ঐক্য ও ঐক্যের বিকল্প নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর