1. admin@dakbela.com : admin :
সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

হাফিজুর রহমান(বিশেষ)প্রতিনিধি

সাতক্ষীরায় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ২৪ পালিত হয়েছে। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশের মত যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও প্রতিবছর ১০ ডিসেম্বর পালিত হয়ে আসছে। ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বরকে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস ঘোষনা করা হয়। এছাড়াও, সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষনাকে বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখ নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষনা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরুপে সুষ্ট জাতিসংঘের অন্যতম বুহৎ অর্জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানবাধিকার সুরক্ষা ও উন্য়নের লক্ষ্যে ২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করেছে। একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে এ কমিশন মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় “ Our Rights, Our Future, Right Now” “আমাদের অধিকার,আমাদের ভবিষ্যত, এখনই” এই প্রতিপাদ্যকে ধারন করে সঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের অংশগ্রহনে মানবাধিকার সংগঠন স্বদেশ, এমএসএফ, উত্তরন, সুশিলন, সিডো,ক্রীসেন্ট,বাংলাদেশ মহিলা পরিষদ, ব্যেকিং দ্য সাইলেন্স,হেড এইচআরডি নেটওয়ার্ক সাতক্ষীরা, সুজন, আইনও সালিশ কেন্দ্র –আসক ঢাকা,জেন্ডার ইন এমারজেন্সি এলায়েন্স সাতক্ষীরা-এইচআরডিএফ, সিএসও মানবাধিকার বিষয়ক কোয়ালিশন সাতক্ষীরা’র আয়োজনে নারীর প্রতি সকল প্রকার সহিংসতার প্রতিবাদে এবং মানবধিকার পক্ষের সমাপনি দিনে বিশ^ মানবাধিকার দিবসে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এবং এমএসএফ সাতক্ষীরা জেলা আহবায়ক এড.আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন,বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক রুপা বসু, সুশিলন সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান,,উত্তরন প্রতিনিধি এড, মনিরুদ্দিন, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, যুব নেতা বিপ্লব হোসেন, সালহউদ্দীন রানা, রুবেল হাসান, এড, দিলিপ দেব, গৌর পদ দাশ, মফিজুর রহমান, আব্দুস ছামাদ. এড. বদিউজ্জামান. প্রবীন শিক্ষক ফজলুল করিম, মোজাম্মেল হক, শিক্ষাবিদ্ আঃ হামিদ, আশেক ইলাহি ,মুনসুর রহমান, প্রফেসর ইদ্রিস আলী, আবুল কালাম প্রমুখ।বক্তারা বলেন দেশের মানুষ এখন পরিবর্তীত পরিস্থিতির মধে দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশে নারী প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে শিশু নির্যাতন। বক্তারা এ সকল নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন। বিজয়ের মাসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা, নিরাপদ চলাচল, জন নিরপত্তা, দুর্নিতী বন্ধ, বিচার বর্হিভুত হত্যা, গুম, ধর্ষন, বেনামি ও ভুয়া মামলা নিরসন সহ বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, বিশেষ করে সংখ্যা লঘু জনগনের জান-মালের নিরাপত্তার বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অনুরোধ জানিয়ে বলেন, সাতক্ষীরাসহ সারা দেশের অবহেলিত, নির্যাতিত, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগণের মৌলিক অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। বক্তারা সকল মানবাধিকার সুরক্ষককে দৃঢ় ভাবে কাজ করা ও মানবধিকার সংস্কৃতি চর্চার আহবান জানান। মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্বদেশ, বরসা, হেড, উত্তরন, সুশিলন, সুনাম সাতক্ষীরা, মুক্তি ফাউন্ডেশন,ক্রীসেন্ট, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, সার্ক সার্বজনীন মানবাধিকার সংস্থা, উই ক্যান, সুপ্র, আইন ও সালিশ কেন্দ্র-ঢাকা আসক সহ বিভিন্ন উন্নয়য় সংগঠনের প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর