1. admin@dakbela.com : admin :
শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল -আবুল হোসেন আজাদ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল -আবুল হোসেন আজাদ

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

 

হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। গত ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন আর মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা।

তিনি আরো বলেন, মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সকলে মিলে মিশে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের মন জয় করতে আমাদের কাজ করে যেতে হবে। তারেক রহমান মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা নিশ্বাস নিতে পারতাম না। ৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। এর মানে এই না যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের মানুষের কাছে যেতে হবে। ভালবাসা দিয়ে মানুষের ভোট আদায় করতে হবে। নির্দলীয় সরকার একটি নিরপক্ষ ভোট দিবে। সেই ভোটে আমাদের জয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে। গতকাল শুক্রবার বিকালে সদর ইউনিয়ন বিএনপির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সদর ইউনিয়ন বিএনপির সভাপরি মাস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দীন আলা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন।

সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর