মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে সেনা কর্মকর্তা পরিচয়ধারী একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া অস্ত্র ও ওয়াকিটকিসহ খন্দকার বায়েজিদ আমান নামের এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে ইবি থানা পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলের দিকে লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এর আগে গত কয়েকদিন ধরে তিনি ইবি থানাধীন বিভিন্ন এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্নজনকে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন। পরে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ আটক করে নিয়ে যায়।
আটককৃত খন্দকার বায়েজিদ আমান নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ড. আমান হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানা ও কুষ্টিয়া সদর থানায় চাঁদাবাজী ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন জানান, স্থানীয় জনগণ একজন ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করে।
পরে তাঁকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞেসাবাদ করে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।
তার নিকট হতে একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।