1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়ায় জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - ডাক বেলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একরাতে পাঁচ আসামি গ্রেফতার করলো ধনবাড়ী থানা পুলিশ সাতকানিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজন আহত সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির শীতবস্ত্র বিতরণ অসুস্থ সাংবাদিক সৌরভ এর রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন রায়পুরা পৌর বিএনপির সভাপতি পেলেন মাওলানা ভাসানী লিডারশীপ এ্যাওয়ার্ড সীমান্ত পাহারায় শাহ জালালের সৈনিকেরা! বোয়ালখালীতে জমি ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন এক অসহায় নারী কালিয়াকৈরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা ও তার দোসরা ভয় পায় – আবুল হোসেন আজাদ ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামের

কুষ্টিয়ায় জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত

 

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ আসর কুষ্টিয়া বড়বাজার জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে এনএস রোড পাঁচ রাস্তার মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে তারা ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘তুমি কে আমি কে, সাইফুল সাইফুল’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারকে মদদ দিয়েছে ভারত।
দেশে অন্তবর্তীকালীন সরকার থাকা অবস্থায় ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে ইসকনকে লেলিয়ে দিয়ে এদেশের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করেছে।
জুলাইয়ের পর আমরা ধর্ম, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার প্রমাণ দিয়েছি, যা ভারত নষ্ট করতে চাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি হযরত মাওলানা শারাফাত হোসেনের নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বড় বাজার থেকে শুরু করে এনএস রোড হয়ে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সদর শাখার সভাপতি মুফতি বশির উদ্দিন,হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ, হাফেজ মাওলানা মতিন, হাফেজ মাওলানা শেখ উজ্জল রহমান,মাওলানা শরীফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে হত্যা দেশের ইতিহাসে নজিরবিহীন। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।
তারা অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না,’ ‘চিন্ময়ের ঠিকানা, এই বাংলায় হবে না,সহ নানা স্লোগান দেন । তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর