শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩য় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিনে ১০জন প তাদের চূড়ান্ত মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
বৃহস্পতিবার (২ মে) বিকালে ঢাকা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৫ জন – নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ পনির হোসেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল ও সমাজসেবক সোলায়মান খন্দকার।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন হলেন -উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল, মো: সুমন মিয়া ও মো: মারফত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন মনোনয়ন দাখিল দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক ও মহিলা আওয়ামী লীগের নেত্রী জোসনা বেগম।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩য় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৯ মে ভোট গ্রহন করার কথা রয়েছে।