নিজস্ব প্রতিনিধি
২০১৫ সালে একটি টিনের ভাঙ্গা রুমের অফিস থেকে এখন পর্যন্ত এই ৮ বছরে ৩০০০০ বাসার ছাদে এবং বারান্দায় বাগান করে হাজারো মানুষের স্বপ্ন পূরন করা এই প্রতিষ্ঠানের নাম স্কাইফ্লোরা। তরুন উদ্যোক্তা সাজিদ খানের হাত ধরে ২০১৫ সালে ঢাকা সহ সারা বাংলাদেশকে সবুজের দেশ হিসেবে গড়ার লক্ষ্যে স্কাইফ্লোরা যাএা শুরু করে এখন পর্যন্ত এই ৮ বছরে সারা বাংলাদেশে খুবই সুনামের সাথে গার্ডেনিং সেবা দিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তাপমাত্রা এবং পরিবেশ যে ঝুকিপূর্ণ ও ভয়াবহ রূপ ধারন করছে এমতাবস্থায় স্কাইফ্লোরার উদ্যোগটি খুবই প্রশংসনীয়। বর্তমানে বাংলাদেশের জনগণ যদি ছাদ কৃষি এবং বৃক্ষরোপন নিয়ে সচেতন হয় তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো। বর্তমানের স্কাইফ্লোরা বাংলাদেশের সবথেকে বড় গার্ডেনিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতি বছর ১৫ লাখের মতো গাছের চারা উৎপাদন এবং বিতরন করছে। গাছ উৎপাদনের পাশাপাশি স্কাইফ্লোরা বিশ্বের কয়েকটি দেশে গাছ আমদানি এবং রপ্তানি করছে। গাছ উৎপাদন এবং আমদানি রপ্তানির পাশাপাশি স্কাইফ্লোরা সার ফেক্টরী এবং গাছ লাগানোর জন্য জিও টেক্সটাইল ফেক্টরীর কার্যকর শুরু করছে। স্কাইফ্লোরা ছাদ কৃষির মাধ্যমে দেশের পরিবেশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে।