রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ সোমবার(২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করা হয়েছে।
রাজশাহী শহরের রাজনৈতিক লড়াই সংগ্রামের পয়েন্ট সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শান্তি মিছিল ও উন্নয়ণ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-২ সদর আসনের আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সদস্য হাবিবুর রহমান বাবু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, সদস্য আতিকুর রহমান কালু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
এদিকে, শহীদ কামারুজ্জামান চত্বরে শান্তি মিছিল বের হয়। শান্তি মিছিলটি রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহীদ নজমুল হক স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শান্তি মিছিল শেষে সেখানে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও রাজশাহী মহানগীর সাগরপাড়া বট তলা, কোর্ট স্টেশন, শালবাগান, বিনোদপুর বাজার, সিএন্ডবি মোড়সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টে শান্তি মিছিল ও উন্নয়ণ সমাবেশ করা হয়েছে।