‘
আশিকুর রহমান মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেছেন, ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছে দেশের জনগণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সোচ্চার বাংলার মুক্তিকামী মানুষ। ২০২৪ সালে আর একবার দেশকে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে মুক্ত করতে দেশের ছাত্রদের আন্দোলন করতে হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রিজের নিচে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, যুব-জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
মাওলানা এনামুল হক বলেন, দলমত নির্বিশেষে সকলে ছাত্রদের পাশে দাঁড়ায় ও স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। জামায়াতে ইসলামী এদেশের জনগণকে স্বাধীনতার সুফল, মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে সবসময় কথা বলে।
মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিলো। ১৯৭১ সালে ও হাসিনা কোথায় ছিলো তা জনগণ জানে। যুদ্ধের সময় তারা বিদেশে পালিয়ে ছিলো আর যুদ্ধ করেছে সাধারণ মানুষ। বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণ এটাই প্রমাণ করে দেশের মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।
উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, ৪নং ভাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামীর যুব বিভাগ উপজেলা সভাপতি মো. গোলাম রব্বানী প্রমুখ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও ২০২৪ এর আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।
আশিকুর রহমান
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
মোবাইল : 01735979087