বুলেটের মাহফিল
হাফিজুর রহমান।
এই তো ঈশা খাঁ বারো ভুঁইয়ার ঘোড়া
বাতাসে হেলান দিয়ে শুনতেছে সুর
কারা পড়তেছে চর্যাপদের গান
ঢাকার গলিতে কাহ্ন পা কতদূর!
এখানে বাড়ির পাশে সারাদিন হাসে
ডোমিনী বঁধুয়া সার্বভৌম হাসি
মহুয়ার হাতে পানি খায় চিরকাল
বখতিয়ার ও চাঁদ রায় পাশাপাশি।
পলাশীর মেঘে ফুটে ওঠে মতিউর
শাপলার বিলে কারা করে ক্রন্দন?
মহাশূন্যের চূড়ায় নির্বিকার
ঝুলে আছে একা বাংলাদেশের বোন।
মুক্তি কি তবে খনার আধেক জিভ?
দর্জিরা এসে সেলাই করবে কথা?
শাহ জালালের সন্তান দেবে জান
আর রাক্ষসী গিলে খাবে স্বাধীনতা?
ডোরাকাটা হাওয়া দুপুরের মওসুমে
ঈশা খাঁ দিয়েছে কবে সাহসের খিল
বিজয় যেনবা রক্তের পাপড়িতে
হেসে ওঠা কোনো বুলেটের মাহফিল!