কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় আওয়ামীলীগ সরকারের সময়ে ভোটে নির্বাচিত ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে সিংড়া উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু,
নাটোর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.শামিম হোসেন, ডাহিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন হলেও সেই সরকারের আমলে অবৈধ ভোটে নির্বাচিত জনপ্রতিনিরা এখনো বলবৎ আছে । আমরা অবিলম্বে ১২ টি ইউনিয়ন পরিষদের অবৈধ ভোটে নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণের দাবি করছি।