স্পেশাল ক্রাইম রিপোর্টার টিপু সুলতান
সাভারে বংশী নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নয়ারহাটে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট লতিফ খান।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানায়, নয়ারহাট এলাকায় বংশী নদীর তীর দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল করে কিছু অসাধু ব্যক্তি বালুর গদি ও মাছের আড়ত করেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেখানে আজ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লতিফ খান। এসময় বুলডোজার দিলে বালুর গদি ও মাছের আড়ত গুড়িয়ে ভেঙে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লতিফ খান।