বরুন সিংহ
হেড অফ ক্রাইমঃ
# জাতীয় দৈনিক ডাকবেলা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৩ জন,ভাইস চেয়ারম্যান ১১ জন সহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকৃত প্রার্থীরা নিম্নোক্তঃ উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী ০১. সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড: এস এম সামশীল আরেফীন টিটু, ০২. সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, ০৩. সাংবাদিক হাসান মেহেদী বিদ্যুৎ ।
#উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (পুরুষ )
* উপাধ্যক্ষ এ কে এম মমিতুল হক নয়ন, * রোস্তম আলী, *মোখলেছুর রহমান, * শাজাহান আলী,
* মিলন কান্তি সরকার, * আব্দুল মজিদ,
* সাখোয়াত হোসেন রুবেল, * উজ্জল হোসেন,* আমির হোসেন,
# উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ( মহিলা)
* রওশন আরা বেগম,* নাজনীন বেগম।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিংহভাগ প্রার্থী আওয়ামীলীগ থেকে। এছাড়া জাতীয় পার্টির ১ জন প্রার্থী রয়েছেন। সমগ্র বাংলাদেশে এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় প্রতীক না থাকায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা রাখছে সাধারণ জনগণ।