রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী আগামী ১১ ডিসেম্বর বুধবার ।
পারিবারিকভাবে দিনটি পালিত হওয়ার পাশাপাশি বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ প্রবীন এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) বিকেল তিনটায় রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শিরোইল পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় বিভাগীয় প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক মঞ্জুরুল হক স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিভাগীয় প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সংগঠন দুটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করবেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট পরিবেশবিদ কাজি রকিব উদ্দিন, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জুলফিকার, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপনসহ রাজশাহীর সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক মঞ্জুরুল হক স্কুল জীবন থেকে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হন। তিনি মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেন। ১৯৯১ সালের ১৪ ও ১৬ জুন পরপর দুইবার একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা রাজশাহী প্রেসক্লাবে হামলা চালালে সাংবাদিক মনজুরুল হক ও সাংবাদিক সাইদুর রহমান আহত হন। ওই হামলার পর সাংবাদিক মঞ্জরুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। সাংবাদিক মঞ্জুরুল হক দৈনিক আজাদী, দৈনিক পাকিস্তান, জং, দৈনিক বাংলা, জনপদ, দৈনিক দেশসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।