1. admin@dakbela.com : admin :
সাংবাদিক মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যবার্ষিকী ১১ ডিসেম্বর - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাংবাদিক মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যবার্ষিকী ১১ ডিসেম্বর

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

 

রহিদুল ইসলাম, রাজশাহীঃ

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক মঞ্জুরুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকী আগামী ১১ ডিসেম্বর বুধবার ।
পারিবারিকভাবে দিনটি পালিত হওয়ার পাশাপাশি বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ প্রবীন এই সাংবাদিকের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) বিকেল তিনটায় রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শিরোইল পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় বিভাগীয় প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক মঞ্জুরুল হক স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিভাগীয় প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সংগঠন দুটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করবেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম উদ দৌলা, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট পরিবেশবিদ কাজি রকিব উদ্দিন, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জুলফিকার, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপনসহ রাজশাহীর সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক মঞ্জুরুল হক স্কুল জীবন থেকে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হন। তিনি মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করেন। ১৯৯১ সালের ১৪ ও ১৬ জুন পরপর দুইবার একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা রাজশাহী প্রেসক্লাবে হামলা চালালে সাংবাদিক মনজুরুল হক ও সাংবাদিক সাইদুর রহমান আহত হন। ওই হামলার পর সাংবাদিক মঞ্জরুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। সাংবাদিক মঞ্জুরুল হক দৈনিক আজাদী, দৈনিক পাকিস্তান, জং, দৈনিক বাংলা, জনপদ, দৈনিক দেশসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর