ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুর জেলার সরিষাবাড়ীতে গরু চুরি ও বিভিন্ন চুরি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।আজ মঙ্গলবার বিকেলে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল এর আয়োজনে ভাটারা ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাটারা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল।প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিক রহমান বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ,ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,ভাটারা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দোলন,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মাস্টার,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরকার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ,ভাটারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আকাশ প্রমুখ।মত বিনিময় সভাটি পরিচালনা করেন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল।
এতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও ইউনিয়ন পর্যায়ের দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।