1. admin@dakbela.com : admin :
সরকারি নিয়ম নিতি ভংগ করে নদি থেকে ডেজার দিয়ে মাটি উত্তোলন ! - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন কলারোয়া শাখার কমিটি গঠন কালিয়াকৈরে এক পক্ষের চাঁদা তুলা নিয়ে  কুষ্টিয়ায় ধানি জমিতে চোখ রাঙাচ্ছে তামাক। গাজীপুর কাপাসিয়ায় আমরাইদ কারিগরি কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন

সরকারি নিয়ম নিতি ভংগ করে নদি থেকে ডেজার দিয়ে মাটি উত্তোলন !

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮০ বার পঠিত

 

রিপোর্টার:টিপু সলতান

ঢাকা, ধামরাই উপজেলার ফুটনগর এর নদি থেকে ডেজার দিয়ে বালু উত্তোলন করে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ ভরাট করছে থানীয় উজ্জ্বল মেম্বার ও লুৎফর চেয়ারম্যান। এলাকার মানুষ জানান, এই কাজ এর ফলে এলাকার নদী ক্ষতি সম্মুখে হতে পারে,, লুৎফর চেয়ারম্যান ও উজ্জ্বল মেম্বার এবং উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ (জকি) বলেন সরকারি ভাবে নদি থেকে বালি উত্তলন করে সরকারি প্রাথমিক বিদ্যাল্য এর মাঠ ভরাট হচ্ছে। মেম্বার কে প্রশ্ন করা হলে, উজ্জ্বল মেম্বার বলেন চেয়ারম্যান লুৎফর রহমান ও ইউনও থেকে অনুমুতি প্রাপ্ত তিনি!! চেয়ারম্যান লুৎফুর রহমান ও ইউনও বলেন মোখিক ভাবে মেম্বার কে অনুমুতি প্রদান করেছেন তারা। কিন্তু ধামরাই উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ (জকি) আমাদের ঢাকা জেলার ডি.সি সাহেব এর পক্ষ থেকে কোনো রকম লিখিত বা মোখিক অনুমুতি নেয়নি বলে জানান। মোখিক ভাবে ইউনও ও চেয়ারম্যান এর কাছ থেকে অনুমুতি নিয়ে মেম্বার উজ্জ্বল নদীর ক্ষতি করছে বলে জানান সাধারণ জনগণ। এই কাজ এর জন্য কিছু দিন পর নদীর দুই পাশের পার ধশে নদীতে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে জানান সচেতন মহল।
উজ্জল মেম্বার, এলকাবাসি কে বলেন, সরকারি ভাবে কাজটি করা হচ্ছে। সরকারি কাজ করার জন্য কোন রকম লিখিত কাগজ পত্র দরকার হয় না??চেয়ারম্যান ও ইউনও কোন রকম লিখিত অনুমুতি পত্র প্রদান করে নি!! তাহলে এই কাজটিকে কিভাবে সরকারি কাজ বলে আক্ষাহিত করা হচ্ছে ?? তাদের এই কাজ গুলোর জন্য কিছুদিন এর ভিতরে নদীর দুইপাশ ধশে যাওয়ার আশংকা রয়েছে। যদি ভবিষ্যতে নদীর দুই পাশের পার ধশে যায় তাহলে এই দায় ভার কে নিবে?? উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ (জকি)?? চেয়ারম্যান লুৎফর রহমান ?? নাকি উজ্জল মেম্বার??

সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের।
বিস্তারিত আসছে : অনুসন্ধানের পর্বে ২

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর