রিপোর্টার:টিপু সলতান
ঢাকা, ধামরাই উপজেলার ফুটনগর এর নদি থেকে ডেজার দিয়ে বালু উত্তোলন করে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ ভরাট করছে থানীয় উজ্জ্বল মেম্বার ও লুৎফর চেয়ারম্যান। এলাকার মানুষ জানান, এই কাজ এর ফলে এলাকার নদী ক্ষতি সম্মুখে হতে পারে,, লুৎফর চেয়ারম্যান ও উজ্জ্বল মেম্বার এবং উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ (জকি) বলেন সরকারি ভাবে নদি থেকে বালি উত্তলন করে সরকারি প্রাথমিক বিদ্যাল্য এর মাঠ ভরাট হচ্ছে। মেম্বার কে প্রশ্ন করা হলে, উজ্জ্বল মেম্বার বলেন চেয়ারম্যান লুৎফর রহমান ও ইউনও থেকে অনুমুতি প্রাপ্ত তিনি!! চেয়ারম্যান লুৎফুর রহমান ও ইউনও বলেন মোখিক ভাবে মেম্বার কে অনুমুতি প্রদান করেছেন তারা। কিন্তু ধামরাই উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ (জকি) আমাদের ঢাকা জেলার ডি.সি সাহেব এর পক্ষ থেকে কোনো রকম লিখিত বা মোখিক অনুমুতি নেয়নি বলে জানান। মোখিক ভাবে ইউনও ও চেয়ারম্যান এর কাছ থেকে অনুমুতি নিয়ে মেম্বার উজ্জ্বল নদীর ক্ষতি করছে বলে জানান সাধারণ জনগণ। এই কাজ এর জন্য কিছু দিন পর নদীর দুই পাশের পার ধশে নদীতে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে জানান সচেতন মহল।
উজ্জল মেম্বার, এলকাবাসি কে বলেন, সরকারি ভাবে কাজটি করা হচ্ছে। সরকারি কাজ করার জন্য কোন রকম লিখিত কাগজ পত্র দরকার হয় না??চেয়ারম্যান ও ইউনও কোন রকম লিখিত অনুমুতি পত্র প্রদান করে নি!! তাহলে এই কাজটিকে কিভাবে সরকারি কাজ বলে আক্ষাহিত করা হচ্ছে ?? তাদের এই কাজ গুলোর জন্য কিছুদিন এর ভিতরে নদীর দুইপাশ ধশে যাওয়ার আশংকা রয়েছে। যদি ভবিষ্যতে নদীর দুই পাশের পার ধশে যায় তাহলে এই দায় ভার কে নিবে?? উপজেলা নির্বাহী অফিসার, হোসাইন মোহাম্মদ (জকি)?? চেয়ারম্যান লুৎফর রহমান ?? নাকি উজ্জল মেম্বার??
সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের।
বিস্তারিত আসছে : অনুসন্ধানের পর্বে ২