1. admin@dakbela.com : admin :
সফলতায় জনতার মাঝে, জনতার চেয়ারম্যান আবুল কালাম আজাদ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সফলতায় জনতার মাঝে, জনতার চেয়ারম্যান আবুল কালাম আজাদ

SM shakil
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

রহিদুল ইসলাম,রাজশাহীঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনতার মাঝে সরকারী বেসরকারী তথ্য সেবা পৌঁছে দিতে দিনরাত নিরোলস ভাবে কাজ করে চলেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
জানাগেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ২নং কিসমত গনকৈড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে জয়নাম করেন তিনি। দলীয় পদ ও তিনি একজন আদর্শ্যমান প্রধান শিক্ষক হওয়ায় নির্বাচনে জয়নাল করতে হিমসিম খাইতে হয়নি চেয়ারম্যান আবুল কালাম আজাদের। তবে যে কোনো নির্বাচন মানে ছোট খাটো বিশৃংখলা, কিছুটা দলীয় কোন্দল ও বিরোধী পক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়লাভ করতে হয়। এখানেও ঠিক তেমনি হয়েছিলো।
নির্বাচনে চেয়ারম্যান আবুল কালাম আজাদ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলো, আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে বা আপনারা আপনাদের মুল্যমান ভোট আমার নৌকা প্রতীকে দিয়ে জয়যুক্ত করতে পারলে। আমি কথা দিচ্ছি, ইউনিয়ন পরিষদের আওতায় কোন সেবা গ্রহণ করতে আর্থিক কোন লেনদেন হবে না।
তিনি সেই ২০২১ সালের ২৬ ডিসেম্বরের নির্বাচনী প্রতিশ্রুতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কিসমত গনকৈড় ইউনিয়নের ১৫ টি গ্রামের জনতার মাঝে নিরোলস ভাবে কাজ করে চলেছেন। তাই ইতিমধ্যেই “জনতার চেয়ারম্যান আবুল কালাম আজাদ “ নামে খ্যাতি অর্জন করেছেন কিসমত গনকৈড় ইউনিয়ন বাসির কাছে।
সূত্রমতে, কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদের আয়তন রয়েছে ৩১ বর্গকি্মি,জনঘনত্ব রয়েছে ৬শ৮০বর্গকি.মি,১৫টি গ্রাম ও ১৪টি মৌজা, জনসংখ্যা রয়েছে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ২১.১৩৮ জন,সাক্ষরতার হার ২০১২ সালের শিক্ষাশুমারি হিসাব অনুযায়ী ৮৭%।
এছাড়াও রয়েছেন ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে ৫টি এবং তিনটি মাদ্রাসা রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এই তরুণ নেতৃত্বের মহানায়ক সাবেক ছাত্রনেতা, কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উজাল খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদে জমা হয়ে থাকা বিভিন্ন ধরনের অভিযোগ, কোর্টের কিছু মামলা স্হানীয় সরকারের জনপ্রতিনিটি হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর অর্পিত মামলাসহ ছোট বড় প্রায় দুইশতাধীক বিচার সালিশ নিষ্পত্তি করেছেন তিনি।
এছাড়াও তিনি, কিসমত গনকৈড় ইউনিয়নের সকল সরকারী ভাতাভোগিদের সরকারী নিয়ম অনুযায়ী সেবা প্রদান করে চলেছেন।

কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০০৯ সালে এই পরিষদের নতুন ভবন নির্মাণ হয়, কিন্ত নতুন ভবন থাকলেও অবকাঠামোগত উন্নয়ন ছিলো না। বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ২০২২ সালে দায়িত্ব গ্রহণ করার পরে এই পরিষদের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি সব সময় আমাদের সৎ পথে চলাচলসহ এই ইউনিয়নের কোন নাগরিক যেনো হয়রানি বা প্রতারণার শিকার না হয়, সেই দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়ে যাচ্ছেন ।
কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রভাষক আলিফ আলী জানান, আমি আর কি,বলবো, তবে এতোটুকু জানি, চেয়ারম্যান হিসাবে আবুল কালাম আজাদ অত্যান্ত সততার সহিত জনগণের সেবা প্রদান করছেন। তাই তিনি প্রায় দুই বছর পুর্ন না হতেই ‘ জনতার চেয়ারম্যান নামে খ্যাতি অর্জন করছেন।
আরেক সহসভাপতি রশিদ আলী জানান, বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যেভাবে জনগণের মাঝে সরকারি বেসরকারি সেবা প্রদান করে চলেছেন। আমরা এমনটাই তার কাছে আশা করেছিলাম। আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমি তার এই সেবার জন্য দোয়া ও আশির্বাদ করছি। আল্লাহ যেনো তাকে দীর্ঘায়ু দান করেন।
সাংগঠনিক সম্পাদক মুক্তি জানান, আমরা একটা জনবান্ধব চেয়ারম্যান পাইছি। এখন পযন্ত তার পরিষদের কোন অনিয়ম আমাদের চোখে পড়েনি। জানিনা ভবিষ্যতে এমন সৎ যোগ্য ও সততাসম্পন্ন চেয়ারম্যান আর এই ইউনিয়ন পরিষদ আসবে কি না।
অত্র পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ জলিল জানান, আমি এই পরিষদে তিনবার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। শুধু এইটুকু বলবো আগের সব কিছুর চেয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভালো মানুষ।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দীন জানান, আমি নতুন ইউপি সদস্য হয়েছি। তবে চেয়ারম্যান সাহেব অতান্ত সৎ ও সততার সহিত জনগণের মাঝে রয়েছে। তিনি এই পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো আচরন করেন। আর জনগণের কথা আর কি বলবো। জনসেবার কারনে জনতার চেয়ারম্যান খ্যাতি অর্জন করেছেন তিনি।
চেয়ারমান আবুল কালাম আজাদ জানান, আমি ২০২১ সালের ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী কিছু প্রতিশ্রুতি ছিলো জনগণের মাঝে। আমি সেটা বাস্তবায়নের জন্য দিনরাত নিরলস ভাবে জনগণের কাজ করছি। জানিনা কতটুকু পেরেছি। তবে আশা রাখছি, পুর্বের সকল ইতিহাস থেকে এই পরিষদের সকল সেবার মান প্রায় শতভাগ করে ফেলেছি। ইনশাআল্লাহ এই ভাবে যদি ইউনিয়ন বাসি আমাকে সহযোগিতা করে। ভবিষ্যতেও এই পরিষদে কেউ হয়রানি বা প্রতারণার শিকার হবে না। সেই পরিবেশ ও সেবার মান জনগণের সহযোগিতায় আমি করে ফেলেছি বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর