এস কে সুমন :
সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
প্রদিপ্ত প্রতীক চন্দকে সভাপতি এবং আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক
২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে রয়েছেন মুকাররাবিন হক নিবিড়।
এছাড়াও অন্যান্য কমিটির মধ্যে
সহ-সভাপতি: ফাহিমা মেহজাবিন শ্রাবণী,
সহ-সাধারণ সম্পাদক: মো: ইসহাক মিয়া,
সাংগঠনিক সম্পাদক: জহির রায়হান,
অর্থ সম্পাদক: শবনম মোস্তারি মিমি,
যুগ্ম অর্থ সম্পাদক- রাসেল আহমেদ, মধু দাস
ছাত্র কল্যাণ সম্পাদক: আশরাফুল আলম, সুমাইয়া সুলতানা, মেহেদী হাসান মিতুল,
রোগী কল্যাণ সম্পাদক: মহিউদ্দিন রাসেল,
তাসনিম ফাতিহা, জকি আল মুহতানাক
প্রচার ও প্রকাশনা সম্পাদক: চিত্রা কুন্ডু , ঝুমা আক্তার, আসিফ, দপ্তর সম্পাদক: আনভির আলম, নাসিবাহ জান্নাত শ্যামা, শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক: ইতিয়ারা খাতুন,
সৌমিক, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক: মো. নাঈম ইসলাম,
ড্রাগ ব্যাংক সম্পাদক: ফাহিম হোসেন
যুগ্ম ড্রাগ ব্যাংক সম্পাদক: সাদমান সাদি
কার্যকরী সদস্য ফায়রুজ জাবিন,আসফি রাফসান সিয়াম, মিথিলা নাসরিন শানু।
১৯৭৭ সালের ৫ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত সন্ধানী বাংলাদেশের স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান মানুষে কাছে সুপরিচিত করার দিশারি। মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান যার রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পরিচিতি। হয়েছে সর্বোচ্চ বেসরকারি সম্মাননা স্বাধীনতা পদক, Common Wealth Health Awards সহ অসংখ্য সম্মাননায় ভূষিত। সন্ধানীকে স্মরণ করে প্রতি বছরের ২রা নভেম্বর পালন করা হয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।
এ সময় সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সকল উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য ইউনিটের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।