রহিদুল ইসলাম, রাজশহীঃ
রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মোড়ে রাজশাহী হতে নওগাঁগামী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ৬০ বছর বয়সী এক মহিলা নিহত মহিলার পরিচয় জানতে চায় আরএমপি। নিহত হওয়ার পর তার পরিচয় সনাক্ত হয়নি। এমনকি তার খোঁজেও কেউ আসেনি।
জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় অজ্ঞাতনামা ওই মহিলা এয়ারপোর্ট থানার বায়া মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে মৃত দেহ উদ্ধার করে। মৃত দেহটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি উক্ত মহিলার পরিচয় অথবা সন্ধান জেনে থাকেন, তাহলে নিম্নোক্ত ঠিকানা ও ফোন নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানার মোবা: ০১৩২০-০৬১৭৮১ ও আরএমপি কন্ট্রোল রুম, মোবা: ০১৩২০-০৬৩৯৯৮।