এসডি সোহল রানা স্টাফ রিপোর্টার,,,
শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ঘোনাপাড়ার প্রান্তিক পর্যায়ের কৃষক আমিনুল ইসলামের
চাষাবাদের কাজে ব্যবহৃত সেচ মটরটি দীর্ঘদিন আগে চুরি হয়।
অবশেষে শ্রীবরদী থানা পুলিশের প্রচেষ্টায় চুরি হওয়া সেচ মটরটি উদ্ধার পূর্বক আটক করা হয় চুর চক্রের ২ সদস্যকে।
৩০ শে নভেম্বর বৃহস্পতিবার রাতে চুরি হওয়া সেচ মটরটির প্রকৃত মালিক আমিনুল ইসলামের হাতে মটরটি তুলে দেন
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী।