শাওন আহমেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি :
২০.১১.২০২৩
শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। একই সাথে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন প্রমুখ
এছাড়াও কুরুয়া উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, গোশাইপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, মাটিয়াকুড়া কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রকল্প পরিদশন করেন
পরিদর্শনের আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরুজ খান নুন, গোশাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক প্রমুখ। এসময় তিনি বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে নতুন কারিকুলাম নিয়ে কথা বলেন। এছাড়াও বিকালে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন