শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১১ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ মতবিনিময় সভার আয়োজন করে।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড আব্দুর রউফ মিয়া, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরুজ খান নুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আশরাফ হোসেন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ও প্রেসক্লাব শ্রীবরদী’র সাধারণ সম্পাদক ফেরদৌস আলী,সাংবাদক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা একটি সুন্দর শ্রীবরদী উপজেলা উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন