শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সাথে শ্রীবরদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে উপজেলা পরিষদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিএম শহিদুল ইসলাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মাধ্যমিক অফিসার রুহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আব্দুর রউফ মিয়া প্রমুখ।