এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদীতে অনিয়মের অভিযোগে ২ ডায়াগনস্টিক সেন্টারের মালিক কে জরিমানা প্রদান করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ই অক্টোবর সোমবার দুপুরে শ্রীবরদী পৌর শহরে
এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো আরিফুল ইসলাম।
এসময় অনিয়মের অভিযোগে সরকারি হাসপাতাল গেইটের বিপরীতে গড়ে ওঠা ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা ও নিবিড় ডায়গনস্টিক সেন্টার কে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এমময় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা জে এম রাসেল, উপজেলা ইন্সপেক্টর মো একেএম মাসুদুর রহমান সহ শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।