শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি :
শ্রীবরদি উপজেলাধিন কাকিলাকুড়া ইউনিয়নের খন্চেপাড়ায় বাজার এর পশ্চিম পাশে ৩০ শে জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার সময় একটি গাছকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে মারামারির ঘটনাটি ঘটে ৷ ঘটনায় গুরুতর আহত হয় রেজাউল মিয়া (৬০) (অটো চালক) ছেলে রতন (২৫) মেয়ে (১৬) ৷
স্থানিয়দের সাথে কথা বলে জানা যায়,ঘটনার দিন সকালে রেজাউল করিমের বড় ভাই ছামছুল মিয়া (৬৭) ও ছামছুলের পালিত ছেলে শান্ত (২২) রেজাউল মিয়ার ছেলে রতন কে একা পেয়ে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে ৷ পরে রতনের স্ত্রী মৌসুমি ও ছোট বোন ( রতন কে উদ্ধার করতে আসলে তাদের উপর ও হামলা করে ৷ এবং শান্ত রতনের বোনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে যার ফলে রতনের বোনের মাথা ফেটে যায়৷ ঘটনার খবর পেয়ে রেজাউল করিম তার অটো নিয়ে বাড়িতে ঢোকার সময় ছামছুল ও তার ছেলে শান্ত রেজাউলের উপর ও হামলা করে এবং শান্ত রেজাউলের মাথায় বাড়ি দিলে রেজাউল করিমের ও মাথা ফেটে যায় ৷
পরে স্থানীয় লোকজন জড়ো হয এবং রেজাউল করিম, ছেলে রতন ও মেয়ে( কে উদ্ধার করে পার্শবর্তী বকশিগন্জ উপজেলা সাস্থ কম্প্লেক্স এ নিয়ে যায় ৷ এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম জানান তিনি থানায় কোনো মামলা দায়ের করেননি ৷