শরিফুল খান প্লাবন: ৮ মার্চ সারা পৃথিবী জুড়েই নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
তারই অংশ হিসেবে শ্রীনগর উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতিয় মহিলা সংস্থা উপজেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা ও বর্ণাঢ্য র্যালী এবং ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পালন করা হয়েছে বিশ্ব নারী দিবস।
শুক্রবার সকাল ১০টার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসারেফ হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল,জাতীয় মহিলা সংস্থা উপজেলা কার্যালয়ের চেয়ারম্যান ফিরুজা বেগম,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সহ অনন্যা দপ্তরের কর্মকর্তাবৃন্দ।