শরিফুল খান প্লাবন: মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার আহবায়ক কমিটির উদ্যোগে ৪ মে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হতে আগত সাধারণ মানুষদের শরবত পান করালেন শ্রীনগর বাজার আহবায়ক কমিটি।
শ্রীনগর সার্কেল অফিস সংলগ্ন রাস্তায় ,উর্মি ফ্যাশন হাসপাতাল মাঠ সংলগ্ন, শ্রীনগর প্লাজা সহ বিভিন্ন স্হানে বিনামূল্যে শরবত পান করালেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাজার আহবায়ক কমিটির আহবায়ক মোঃতোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, সাজ্জাদ হোসেন , আবুবকর সিদ্দিক অরেঞ্জ, মোঃ দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম, সেন্টু ঘোষ,টিটন সাহা, জায়েদুল ইসলাম কালু,দেলোয়ার হোসেন বাবুল।
আহবায়ক মোঃতোফাজ্জল হোসেন বলেন, গত বৃহস্পতিবার হতে এই কার্যক্রম চালু হয়, বাজার আহবায়ক কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে।