এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
"স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুলিশ সপ্তাহে সারাদেশের ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে মোট পাঁচটি গ্রুপে পুরস্কৃত করা হয়।
পুলিশ সপ্তাহে উক্ত বিভাগে "গ" গ্রুপে শেরপুর জেলা পুলিশ ২য় স্থান অর্জন করে, রাজারবাগ পুলিশ লাইন্সে
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ মোনালিসা বেগম পিপিএম-সেবা।
সারাদেশের মধ্যে শেরপুর জেলা পুলিশ এই কৃতিত্ব অর্জন করায় বুধবার (৬ মার্চ) শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়কে তাঁর অফিস কক্ষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়।
পরবর্তীতে পুলিশ সুপার, শেরপুর মহোদয়কে শেরপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সেই সাথে স্যারের ভবিষৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।