1. admin@dakbela.com : admin :
শেরপুরে সদর উপজেলার কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ছানুর মতবিনিময় - ডাক বেলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা সাতকানিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন সাতকানিয়ায় বালু ব্যবসায়ীদের হামলা, আহত ৬ নবাগত পুলিশ সুপার মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে চরে জরিপে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার রাকাবের প্রধান শাখায় দু’পক্ষের হাতাহাতি,আহত ১ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহবানঃ আরএমপি কমিশনার সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি। যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে মধুমেলার মাঠের নিলাম

শেরপুরে সদর উপজেলার কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য ছানুর মতবিনিময়

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১০৬ বার পঠিত

শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:ছানুয়ার হোসেন ছানু। সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু। এসময় তিনি বলেন আমি শেরপুরকে নতুনভাবে সাজাতে চাই। অসম্পন্ন কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন-অগ্রগতির দিক দিয়ে শেরপুরকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য তিনি সরকারি কর্মকর্তাগণসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হামিদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা প্রকৌশলী মো:জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: খবির উদ্দিন খান, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: হাবিবুর রহমান প্রমুখ।

এর আগে সংসদ সদস্য ছানু উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে উপজেলা প্রমাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওইসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এমদাদুল হকসহ সদর উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর