রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী বোয়ালিয়া থানায় ৬টি মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী তন্ময়(২২)কে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল এবং ১টি ম্যাগাজিনসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা
গ্রেপ্তারকৃত তন্ময় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনার এলাকার মৃত সাহাবুলের ছেলে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে, রাজশাহী থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকার অবস্থান করছে। এমন তথ্যে র্যাব ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে।
এরপর কানসাট ঢাকা বাসস্ট্যান্ডে গতকাল সোমবার রাত ১০ টার দিকে তন্ময়কে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয়। তল্লাশীর সময় কোমর থেকে পিস্তল ও ম্যাগাজিন জব্দ করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুখ্যাত মাদক ব্যবসায়ী তন্ময় জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অস্ত্র সংগ্রহ করে রাজশাহীতে সরবরাহ করার জন্য পরিকল্পনা করছিল। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য র্যাব এর গোয়েন্দা দলের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।