বরুন সিংহ ড অফ ক্রাইম : জাতীয় দৈনিক ডাকবেলা
:
গাইবান্ধার- সাঘাটা উপজেলায় বন্যা কবলিত চরাঞ্চলের রাস্তা ঘাট বন্যায় প্লাবিত হওয়ার কারনে ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে।
বুধবার খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার চরাঞ্চলে ৮ টি স্কুলের শ্রেণি কক্ষ সহ আশপাশ এলাকা রাস্তা ঘাট প্লাবিত হয়েছে, ঐ সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে আসা ঝুঁকিপূর্ণ হয়ে পরছে । উপজেলা শিক্ষা অফিস ইতিমধ্যে ঐসকল স্কুল গুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
গুয়াবাড়ী স:প্রা: বিদ্যালয়, দীঘলকান্দি স:প্রা:বিদ্যালয়,পাতিলবাড়ী স:প্রা:বিদ্যালয় সহ ৩টি বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে ।এছাড়াও বাকী বিদ্যালয় গুলোর চারদিকের সংযোগ রাস্তায় পানি উঠেছে।
খামার পবনতাইড় স:প্রা:বিদ্যালয়ের -রাস্তা ও মাঠ বন্যায় প্লাবিত হয়েছে।
ভাটিবেড়া আনোয়ারা রাব্বী স:প্রা:বিদ্যালয়ের - চারদিকে বন্যার পানিতে টইটুম্বুর , উত্তর সাথালিয়া স:প্রা: বিদ্যালয় - সংযোগ রাস্তা পানিনিচে তলিয়েছে , কুমারপাড়া স:প্রা:বি: -চারদিক প্লাবিত হয়েছে , গুয়াবাড়ী স:প্রা:বিদ্যালয়, দীঘলকান্দি স:প্রা:বিদ্যালয়,পাতিলবাড়ী স: প্রা:
বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ প্লাবিত হয়েছে । এছাড়াও নিম্নোক্ত বিদ্যালয়ের চারদিকের সংযোগ রাস্তাগুলো বন্যার পানির নিচে। গাড়ামারা স: প্রা: বিদ্যালয়, গাড়া মারা সিপি স: প্রা: বিদ্যালয়-চারদিকে পানি উঠেছে বলে সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি ও সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।