1. admin@dakbela.com : admin :
লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালীর উদ্যোগে ছাত্রীদের জন্য সেবা ও সতর্কতামুলক সভা অনুষ্ঠিত - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালীর উদ্যোগে ছাত্রীদের জন্য সেবা ও সতর্কতামুলক সভা অনুষ্ঠিত

Smshakil
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ছাত্রীদের জন্য আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর উদ্যোগে চুক্ষু পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি-প্লান্টেশনের অংশ হিসাবে বৃক্ষ রোপন সহ ডেঙ্গু, শিশু ক্যানসার প্রতিরোধে সেমিনার ও সচেতনতামুলক লিফলেট বিতরণ এবং ফকার মেশিন দিয়ে স্কুল আঙ্গিনায় ডেঙ্গু প্রতিরোধের ঔষধ ছিটানো উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। কসমো ভ্যালী ক্লাব সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ, ডিষ্ট্রিক ক্যাবিনেট সেক্রেটারী লায়ন আবু বকর সিদ্দিক পিএমজেএফ, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন হুমায়ূন কবির, জোন চেয়ারপার্সন লায়ন ইয়াছিন ফারুক, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফজলুল করিম, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য জনাব মোঃ কামাল উদ্দিন মিয়া, কলেজের শিক্ষীকা শিউলি রায়, শারমিন মাহমুদ সাথী।
প্রধান অথিতির বক্তব্যে লায়ন্স ডিস্ট্রিক্ট-৩১৫ বি৪- এর গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ বলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান, যেটি সারা বছর আর্ত মানবতার সেবা সহ বিভিন্ন সময়ের যে কোন মহামারী প্রতিরোধে সেবা ও সচেতনতামুলক কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে জনগনের সেবায় ব্যস্ত থাকে, অক্টোবর মাস সেবা মাস ঘোষনা করে প্রায় প্রতিটি দিন কোননা কোন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী নেতৃবৃন্দের ভূয়শী প্রশংসা করে তিনি আরো বলেন, লায়ন্স ক্লাব কসমো ভ্যালী’র বর্তমান নেতৃবৃন্দ তাদের দায়িত্বশীলোচিত এবং লায়নিজমের মানষিকতা নিয়ে যে কর্মচঞ্চল তৎপরতা সহ মানুষের সেবা ও সচেতনতা সৃষ্ঠিতে কাজ করছে তা অতীব প্রশংসনীয়।
আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহামদ ছিদ্দিকী পিএমজেএফ আমাদের জিবনে ক্যান্সার বিস্তার এবং পরিবেশ দুষনে প্লাস্টিক ব্যবহারের নেতিবাচক কুফলের বিস্তারিত বর্ননা দিয়ে প্লাস্টিকের কাপে চা-পান, প্লাস্টিকের কৌটায় খাদ্য বহন ও সংরক্ষন না করা সহ জিবনের দৈনন্দিন মুহুর্তে প্লাস্টিক বর্জনের যৌক্তিক ব্যাখ্য প্রদান করেন।
১ম জেলা ভাইস গভর্নর কহিনুর কামাল এমজেএফ ১৩ থেকে ২০ বছর বয়সের মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে পরিবারের অভিভাবক ও স্কুল শিক্ষিকাদের সাথে পরামর্শ করে টিকা গ্রহন ও ব্রেস্ট ক্যানসারের কোন আলামত পরিলক্ষিত হলে সে ব্যাপারে অভিভাবক ও স্কুল শিক্ষিকাদের সাথে লজ্বা ও সংকোচ পরিহার করে টিকা ও সময়মত ট্রিটমেন্ট গ্রহনের অনুরোধ জানান।
পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক ফজলুল করিম তাঁর স্কুলের শত শত ছাত্রীদের ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার, ডেঙ্গু প্রতিরোধে সতর্কতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যত রচনায় লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’কে আন্তরিক অভিনন্দন জানান।
ক্লাব সভাপতি লায়ন টিপু সোলতান চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে কসমো ভ্যালী’র সময়োপযোগী গৃহিত সকল কর্মসূচীতে বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর, সাবেক গভর্নর ও উচ্চ পদস্থ লায়ন্স কর্মকর্তারা সব সময় উপস্থিত থেকে তাদেরকে উৎসাহিত, অনুপ্রানিত ও সম্মানিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান
সভার শুরুতে শত শত ছাত্রীদের চক্ষু ও রক্ত পরিক্ষা করা হয় এবং সভাশেষে পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ আঙ্গিনা, অলি-গলি ও মাঠে ময়দানে ডেঙ্গু প্রতিরোধে ফকার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয় এবং স্কুল আঙ্গিনায় বৃক্ষ রোপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর