মোঃ মহিউদ্দিন বিশ্বাসঃ উপজেলা প্রতিনিধি ঃ কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার অন্তর্গত পশ্চিম আবদালপুর ইউনিয়ন এর গ্রামস্থ লক্ষীপুর স্ট্যান্ড হতে পুর্ব আবদাল পুর রোডের তেল ভুসি ও অনান্য দোকানের দামী পন্য গুলি আগনে পুরে ভষ্য হয়ে যায়।
দোকানদার মোঃ ইমদাদুল পিতা এনাম আলী।
ইমদাদুল হক বাড়ি যাওয়ার উদ্দেশ্য দোকান বন্ধ করার সময় তার দোকানের নীচ তলার সিলিন্ডার ব্লাস্ট হয়ে তাৎক্ষণিক দোকানে থাকা ভুসি মাল মুদি দোকানের সমস্ত জিনিস পুরে শেষ হয়ে যায়। ঘটনা টি ঘটে ০৪/১১/২০২৪ ইং রাত ১১টার দিকে। একটি গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট হয়ে আগুন লেগে দোকানের মধ্যে থাকা নগদ দেড় লক্ষাধিক টাকাসহ মুদি মাল, ভূষি ও গ্যাস সিলিন্ডার এবং জ্বালানীর তেল পুড়ে যায়।ফায়ার সার্ভিসে দ্রত জানালে রাত ১১.২০ ঘটিকায় কুষ্টিয়া সদরের ফ্যায়ার সার্ভিসের টিম, টিভি থানা পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে। দোকানদার ইমদাদুল এর মুখে আগুন লেগে মুখমন্ডল আগুনে কিছুটা ঝলসে যায়। এছাড়া কোন হতাহতের ঘটনা ঘটেনি। দোকানদারের ভাষ্যমতে জানা যায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ টাকা)। আগুন নিয়ন্ত্রণ শেষে ফায়ার সার্ভিস গাড়ি এবং থানা পুলিশের টিম স্হান ত্যাগ করেন।