খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ১৩ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ রাত ১৯০০ ঘটিকায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন হাকিম মার্কেটের সামনে” একটি অভিযান পরিচালনা করিয়া পাবনা জেলার সেশন নম্বর-১৮১১/২২, জিআর-৯৪১/২১, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ এর মামলার ০১ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কাজল শেখ@ভক্ত (৪৪), পিতা-মৃত রইজ উদ্দীন@গেদা, সাং-কাজুরিয়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সাথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের চাঁদাবাজি, মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, বদ্ধপরিকর।