খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসেন মধু
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ০৪-১২-২০২৩ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন গ্রাম হালসা গ্রামে দীর্ঘদিন যাবত ঘর নির্মান ও ঘরের জানালা তৈরী নিয়ে এবং পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে দুই পক্ষের মারামারিতে মনিরুদ্দীন মনি(৬০), পিতা-মৃত রহিম, সাং-গ্রাম হালসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া মৃতুবরণ করে। উক্ত ঘটনার নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৮, তারিখঃ ০৫/১২/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়ার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি ২০২৪ তারিখ সময় রাত ১০.১০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী থানাধীন বামুন্দী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি মোঃ ইনামুল হক ইনা(৩৮), পিতা-মৃত আমদ আলী, সাং-গ্রাম হালসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।