রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক, দপ্তর ও বিভাগীয় প্রধান, শাখা প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া পরিচালনা করেন রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান পেশ ঈমাম মো. নাজমুল আলম।
আজ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। মহানবী হযরত মুহাম্মদের (সা.) জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’-এর যুগ। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন। একই তারিখে ৬৩২ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন।