*রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
*
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের (ইইই) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন আগামী ২ বছরের জন্য এই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আজ মঙ্গলবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত ১৯/০৭/২০০৩ খ্রি: তারিখের প্রকাশিত ২০০৩ সনের ৩২ নং আইনের ২৫(২) ধারা বলে এই আদেশ জারির মাধ্যমে তিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন।
তিনি রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে বি.এসসি ও এম.এসসি ডিগ্রী লাভ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন।
অধ্যাপক ড. মো. সেলিম হোসেন দায়িত্বভার গ্রহণ করে ইইই বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে তিনি কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান যে, তিনি এখন থেকে ইইই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে প্রশাসনিকভাবে তিনি রেজিস্ট্রার হিসেবে ৫ (পাঁচ) বছর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।