রহিদুল ইসলাম রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের ক্যামেরাম্যান নগরীর সাগরপাড়া নিবাসী রবিউল আনোয়ার টমি (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার বিকেল পৌনে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে ক্যামেরাম্যান রবিউল আনোয়ার টমির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাসিক মেয়র।
উল্লেখ্য, ১৯৯৯ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের ক্যামেরাম্যান পদে যোগদান করেন রবিউল আনোয়ার টমি। স্ট্রোকসহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।