তারেক হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
রামগঞ্জে ২০জন অসুস্থ্য ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে রামগঞ্জ পৌর ভূমি অফিস প্রাঙ্গণে খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও রামগঞ্জ ব্লাড ডোনার’স যৌথ উদ্যোগে এবং জমজম চ্যারিটিবল ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ গোলাম রহমান ।
রামগঞ্জ প্রেস ক্লাব ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কাউছার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নজরুল ইসলাম ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজ শাকিল প্রমুখ।