রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শহীদ শামসুজ্জোহা হলের নিজ কক্ষে শিক্ষার্থী ফুয়াদ আল খতিব নিহত হওয়ার ঘটনায় মতিহার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে মতিহার থানা পুলিশ মামলাটি দায়ের করেন।
এদিকে, রাতেই নিহত ফুয়াদ আল খতিবের লাশের ময়নাতদন্ত করা হয়। পরে পুলিশ লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। রাতেই লাশ নিয়ে যাওয়া হয় খতিবের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামে। আজ সোমবার সকালে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল রোববার বিকেল ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের নিজের ১৮৪ নং রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সহপাঠীরা ফুয়াদকে রাজশাহী মেডিকেল কলেজ(রামক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শনিবার দিবাগত রাতের কোন এক সময় তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের ধারণা। ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।