1. admin@dakbela.com : admin :
রাজশাহী-৫ আসনে নৌকায় ঈগলের থাবাঃ নিষ্ক্রিয় লাঙ্গল - ডাক বেলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলায় পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা সাতকানিয়ায় অবৈধ বালু ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন সাতকানিয়ায় বালু ব্যবসায়ীদের হামলা, আহত ৬ নবাগত পুলিশ সুপার মহোদয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান উপলক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে চরে জরিপে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার রাকাবের প্রধান শাখায় দু’পক্ষের হাতাহাতি,আহত ১ ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহবানঃ আরএমপি কমিশনার সিংড়ায় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জার্জিস কাদির বাবু আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি। যশোরে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে মধুমেলার মাঠের নিলাম

রাজশাহী-৫ আসনে নৌকায় ঈগলের থাবাঃ নিষ্ক্রিয় লাঙ্গল

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১১৭ বার পঠিত

রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

আর মাত্র তিনদিন বাঁকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনের। সারাদেশের ন্যায়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁরে দাঁরে ও হাট বাজারে। তবে হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতিকের দিকে ছুটছেন সাধারণ ভোটাররা।
গত দুইদিন আগে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা নৌকা প্রতীকের কর্মী সমর্থক কমতে শুরু করেছে।
তবে বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা মনে করছেন, এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তাই এ আসনে এখন ঈগল ও নৌকা প্রতীকের হাড্ডা হাড্ডি লড়াই হবে।
আবার অনেকেই বলছে, এবার নৌকা প্রতীকে ঈগলের থাবা পড়েছে।
এদিকে নিষ্ক্রিয় অবস্থানে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক। কিছুটা প্রচার-প্রচারণা থাকলেও। তেমন কোন প্রভাব ফেলতে পারবে না লাঙ্গল প্রতীক।

এদিকে রাজশাহী-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
বর্তমান এমপি ডা. মনসুর রহমান দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে পরে তিনি প্রত্যাহার করে নেন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ওবায়দুর রহমান। তিনি ঈগল প্রতীক নিয়ে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এই আসনে নৌকার মূল প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছে ঈগল প্রতীক। তার পক্ষে নেমেছে আওয়ামী লীগের জৈষ্ঠ্য নেতারা। এছাড়াও ঈগল প্রতীকে পক্ষে আছে ইউপি বেশিভাগ চেয়ারম্যানসহ আরোও অনেকে। কেউ গোপনে কেউ নেমেছে প্রকাশ্যে।
নির্বাচনি প্রচারণার শুরুতে দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান দলের সিনিয়র নেতাকর্মীদের বিভিন্ন ভাবে পাশাপাশি ঈগল প্রতীকের ভোট করার জন্য চেষ্টা করেছেন। সফলতায় পেয়েছে।

বর্তমান পরিস্থিতিতে এ আসনের প্রবীণ রাজনীবিদ থেকে শুরু করে নবীনরাও নৌকা ছেড়ে এখন ঈগলের ডানায় উঠে দাঁড়াচ্ছেন।

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান বলেন, আমি প্রচার-প্রচারণা করতে গিয়ে প্রতিকুল পরিবেশের সম্মুখীন হচ্ছি। আমার সমর্থকরা বিভিন্ন যায়গায় প্রচারণা চালাতে গিয়ে মারও খাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে কর্মী নামানোও অনেক দুষ্কর। তবে আমার জন্য দলের নিবেদিত প্রাণরা কাজ করছেন। বলতে গেলে এখন সবাইকে পাশে পাচ্ছি। আমাকে জয়ী করার জন্য আমার সমর্থকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

এবার এই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রয়েছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা(নৌকা), ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়দুর রহমান, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আবুল হোসেন(লাঙ্গল), গণফ্রন্ট মনোনিত প্রার্থী মখলেসুর রহমান(মাছ), বিএনএম মনোনিত প্রার্থী শরিফুল ইসলাম (নোঙ্গর) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা(একতারা) প্রতীক নির্বাচন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর