রহিদুল ইসলাম, রাজশাহীঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে রাজশাহীতে উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, উপ-অঞ্চল, রাজশাহী ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে ও মশল প্রজ¦লন করে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম, শিক্ষা বোর্ড সচিব মোঃ হুমায়ুন কবীর, জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।