রহিদুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক।
বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে নিজের লেখা _“ রাজশাহীতে মুক্তিযুদ্ধ” শীর্ষক গ্রন্থটি প্রদান করেন বীর_ মুক্তিযোদ্ধা এনামুল হক। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন ।